
The Truth Of Bengal: আইপিএলে বিগত আট ম্যাচে কোনো হোম টিম এখন হারেনি। চেন্নাই, কলকাতা, পাঞ্জাব, গুজরাট, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এমনকি রাজস্থানও নিজের হোম ম্যাচ জিতেছে। আবারও রাজস্থান নিজের হোম ম্যাচে নামতে চলেছে সম্মুখ সমরে পাঞ্জাবের কাছে ৩ রানে হেরে আসা দিল্লি। এই ম্যাচে দিল্লির ঘূরে দাঁড়ানোর লড়াই।
এই ম্যাচে ভারতের দুই উইকেট কিপার ক্যাপ্টেনও একে অপরের মুখোমুখি হতে চলেছে। একদিকে ভারতের জাতীয় দলে ক্যামব্যাক করার আশায় সঞ্জু স্যামসন এবং অপর দিকে গাড়ি দুর্ঘটনায় নিজের জীবন নিয়ে ফিরে আসা ঋষভ পন্থ। রাজস্থান প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জয় পেয়ে অনেকটা উদ্বুদ্ধ। দিল্লিকে কিছুটা হলেও চিন্তায় ফেলতে পারে রাজস্থানের ব্যাটিং। দিল্লির কাছে ঘুরে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় লক্ষ্য। সন্ধ্যে ৭:৩০ মিনিটে সওয়াই মানসিং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।