মুখ্যমন্ত্রীকে কুমন্তব্য দিলীপের, জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের
Dilip has commented to the Chief Minister, the report of the District Commissioner has been called for by the commission

The Truth Of Bengal : মুখ্যমন্ত্রীকে নিয়ে দিলীপ ঘোষের কুমন্তব্যের জেরে পদক্ষেপ কমিশনের। জেলাশাসকের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট এলে তা দিল্লিতে কমিশনের দফতরে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। সেই নালিশের পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ করল কমিশন। দিলীপের মন্ত্যবের পর এদিন চিঠি পাঠিয়ে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। এখানে চুপ থাকতে চায় না রাজ্যের শাসক দল। বুধবার ১১টায় তৃণমূলের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে।
উল্লেখ্য, নিজের পুরনো মেদিনীপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সরানো হয়েছে তাঁকে। এখনও তেমন ভাবে প্রচারে নামতে দেখা যায়নি তাঁকে। মঙ্গলবার সিটি সেন্টারে হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে প্রাতভ্রমণে যান। সেখান থেকে ফের চতুরঙ্গ মাঠে এসে প্রাতভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কীর্তি আজাদ ও তৃণমূল সুপ্রিমো সম্পর্কে কুরুচিকর কথা বতে শোনা যায় তাঁকে।
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই ‘ফর্মে’ দিলীপ ঘোষ। কুকথার দুনিয়ায় আবার চেনা মেজাজে দেখা যায় এই বিজেপি নেতাকে। দিলীপের এই বক্তব্য সামনে আসতেই স্বভাবতই ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। দিলীপের এই কুকথার কড়া জবাব দিয়েছে তৃণমূল। দিলীপকে নিশানা করে এটাই বিজেপির সংস্কৃতি বলে তোপ দেগেছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে দিলীপ যে আপত্তিকর মন্তব্য করেন পাল্টা তাঁকে তুলোধোনা করেন তৃণমূল নেতারা। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কুণাল ঘোষ, কীর্তি আজাদরা দিলীপের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। পরে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারপর জেলাশাসকের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
FREE ACCESS