রাজ্যের খবর

দোল-বসন্ত উৎসবে আনন্দে মাতোয়ারা পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর

Anandpur of West Medinipur, the Matwaras rejoice in the Dol-Basant festival

The Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুর:- বসন্ত উৎসব উপলক্ষে মেতে উঠেছে আপামর জনসাধারণ। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের আনন্দপুরে আনন্দে দোল উৎসবে মেতে উঠল ৮ থেকে ৮০ সকলে।

জানা যায়, মঙ্গলবার সারা বাংলার পাশাপাশি আনন্দপুরেও দেখা গেল এক টুকরো শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের শুরু করেছিলেন রং এর উৎসব কথা বসন্ত উৎসব হোলি। সকলকেই দেখা গেল একে অপরকে রঙিন আভীরে রাঙিয়ে দিতে। বসন্ত উৎসবে এসে উৎসব প্রেমী মানুষরা জানান, “আমরা কোনদিন শান্তিনিকেতনে যায়নি, তবে এই আনন্দপুরী আমাদের কাছে আজকের দিনে শান্তিনিকেতন হয়ে উঠেছে। কেউ আবার বলেন সকাল থেকেই রঙিন আবির মেখেই আমরা নিজেদেরকে রাঙিয়ে তুলেছি। খাওয়া-দাওয়া ও ঘোরা এবং আনন্দ সবকিছু যেন আজকে আনন্দে দোলে রং লেগেছে।”

Related Articles