বরানগরে সজল ও ভগবানগোলায় ভাস্কর, দুই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
BJP announces candidates for two assembly by-elections

Truth Of Bengal : লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে রাজ্যের আরও দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। উত্তর ২৪ পরগনা জেলার বরানগর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী ভাস্কর সরকার।
গত বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তাপস রায়। তিনি দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করেন। এই শুন্য আসনে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে। অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন ইদ্রিশ আলি সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। ফলে শূন্য হয়ে পড়ে এই আসনটি। সেখানে বিজেপি প্রার্থী করল ভাস্কর ঘোষকে।
প্রথমদিকে শোনা গিয়েছিল, এবার লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা আসনে বিজেপি প্রার্থী করতে পারে সজল ঘোষকে। কিন্তু, প্রার্থী ঘোষণার আগে তৃণমূল বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ‘হেভিওয়েট’ হিসেবে বিজেপি এখানে তাপর রায়কে প্রার্থী করেছে। স্বাভাবিক ভাবেই শিকে ছেড়েনি সজল ঘোষের। এবার তাঁকে তাপর রায়ের ছেড়ে আসা আসন বরানগরে প্রার্থী করল বিজেপি। কাউন্সিলর হিসেবে পুরসভায় বেশ দাপুটে সজল ঘোষ এখানে প্রার্থী হওয়ায় জমে উঠবে বরানগরের বিধানসভা ভোটের লড়াই। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, মুর্শিদাবাদের ভগবানগোলায় অপেক্ষাকৃত লড়াই সহজ তৃণমূলের।
FREE ACCESS