
The Truth Of Bengal: আমেদাবাদ নিজের ঘরের মাঠ হার্দিক পান্ডিয়ার। সাধারণত দেখা যায় ঘরের মাঠে কোনও খেলোয়াড় খেললে তাঁর সমর্থকদের ভালোবাসা উপচে পড়ে। যে রকমটা ইডেনে সৌরভ গাঙ্গুলীর খেলা। সে যে দলের হয়েই খেলুক কিন্তু তাও মাঠে তাঁর সমর্থনে ভিড় দেখার মতোন হত। এরকমটাই কি আশা করা যায়না যে হার্দিকের ক্ষেত্রেও?
কিন্তু হার্দিকের সাথে ঘটল ঠিক এর উল্টোটাই। হার্দিক সেটা ভালোভাবেই টের পেলেন।
হার্দিকের টস করতে নামা থেকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং বা হার্দিকের ব্যাট করতে নামার সময়, সারা স্টেডিয়াম জুড়ে উঠল রোহিত…রোহিত স্লোগান। এমনকি খেলার মাঝখানে একটি কুকুর মাঠে ঢুকে যায়। দর্শকরা কুকুরটিকে ইঙ্গিত কিরে হার্দিক…হার্দিক বলে ধ্বনি দিতে শুরু করে। সেই নিয়ে ধারাভাষ্যকারী প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন অবাক হয়েই মন্তব্য করেন ‘ভারতের মাঠে খেলা।কোনও ভারতীয় ক্রিকেটারকে এভাবে বিদ্রুপ করতে আগে দেখিনি। আমার কাছে এই ঘটনা পুরোপুরি নতুন’।
প্রসঙ্গত, এই মরশুমে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাইতে যোগদান করেন হার্দিক। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের ক্যাপ্টেন করা হয় হার্দিক-কে। দলবদলের জন্য হার্দিকের উপর গুজরাট টাইটান্স সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ। এছাড়াও মুম্বাইয়ের অধিনায়ক বদল করায় মুম্বাই ম্যানেজমেন্ট ও হার্দিক এর উপর মুম্বাই সমর্থকদের ক্ষোভ তৈরি হয়েছিল।
হার্দিকের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দলে বুমরার মতোন অভিজ্ঞ বোলার থাকা সত্বেও কেন তিনিই প্রথম ওভার বোলিং করতে গেলেন। অথবা হার্দিক কেন এত নিচে ব্যাট করতে নামলেন সে নিয়েও প্রশ্ন তোলা যেতেই পারে।