কলকাতা

দোল-হোলিতে মোতায়েন অতিরিক্ত সাড়ে ৩হাজার পুলিশ, অপ্রীতিকর ঘটনা এড়াতে চালাবে বিশেষ নজরদারি

Additional 3,500 police deployed during Dol-Holi

The Truth of Bengal: বসন্তের রঙিন উত্সবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বাড়তি নজর রাখতে তত্পর পুলিশ।দোল ও হোলি উপলক্ষে রাস্তায় মোতায়েন করা হয়েছে সাড়ে ৩হাজার পুলিশ কর্মী।লালবাজারের তরফে জানা গেছে,কলকাতা শহরকে একাধিক ভাগে ভাগ করা হয়েছে। ২৬ জন উপ-নগরপাল পদমর্যাদার অফিসার সেই বিভাগের নজরদারির দায়িত্বে।

কলকাতায় বেপরোয়া গাড়ি চালানো বা হেলমেট ছাড়া গাড়ি চালানো হলে কড়া ব্যবস্থা নিতে চায় পুলিশের স্পেশাল টিম।পিসিআর ভ্যান এবং মোটরবাইকেও টহলদারি জারি রাখতে ব্যস্ত কলকাতা পুলিশ। এছাড়াও ৩৫০টি জায়গায় বিশেষ পুলিশ পিকেট তৈরি হয়েছে। পুলিশের উর্দিধারী কর্তাদের মতোই সাদা পোশাকের পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে অশান্তি এড়াতে।

সোমবার দোলযাত্রা উপলক্ষে রাস্তায় রাস্তায় বেপরোয়া যুবক বা যুবতীদের ওপর বাড়তি নজর থাকবে।একইসঙ্গে হোলিতেও টানা নজরদারি চালাবে আইনের রক্ষকরা। আইনের শাসন বজায় রাখতে পুলিশ যে কর্তব্যে অনড় রয়েছে তা স্পষ্ট করেছে লালবাজার। এর আগের বছরে দোল ও হোলিতে পুলিশি তত্পরতা ছিল নজরকাড়া। পুলিশি  ধরপাকড়ের মাধ্যমে এড়ানো হয় অশান্তি।

Related Articles