
The Truth of Bengal: টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষে শাস্তির মুখে পড়তে হল কেকেআরের জয়ের নায়ক হর্ষিত রানাকে। জানা গিয়েছে, হর্ষিতের আগ্রাসী আচরণের জন্য তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ম্যাচ ফির ৬০ শতাংশ টাকা কেটে নেওয়া হয়েছে। শনিবার ইডেনে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বল করতে শেষ ওভার দেওয়া হয়েছিল হর্ষিতের।
শেষ ওভারে হায়দরাবাদের প্রয়োজন ছিল ১৩ রান। শেষ ওভারে বল করতে নেমে ক্রিসে জমে যাওয়া শাহবাজ আহমেদ ও হেনরিক ক্লাসেনকে আউট করেন হর্ষিত। এর আগে মায়াঙ্ককে আউট করেও হায়দরাবাদ শিবিরে ধাক্কা দিয়েছিলেন তিনি। প্রথমে মায়াঙ্ক ও পরে ক্লাসেনকে আউট করে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েন তিনি।
জানা যায়, হায়দরাবাদের দুই ব্যাটসম্যানের প্রতি বিদ্রুপ ছুড়ে দেন হর্ষিত। ম্যাচের পর নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। এরপরই আইপিএলের আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ম্যাচ ফির ৬০ শতাংশ টাকা জরিমানা করা হয়েছে হর্ষিতকে।