
The Truth of Bengal: আইপিএলে সব ম্যাচ নাও খেলতে পারেন বিস্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি এই বিস্ফোরক উক্তি শোনা গেল প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইলের কথায়। উল্লেখ্য, আইপিএল শুরুর মুখে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি। তিনি ঋতুরাজ গায়কোয়াডকে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন।
ধোনির এই অধিনায়কের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল জানান, ‘আইপিএলের সব ম্যাচ নাও খেলতে পারেন ধোনি। সেইজন্য ভেবেচিন্তেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কিছু ম্যাচে ধোনি্ বিশ্রাম নিলেও তিনি সম্পূর্ণ ফিটই রয়েছেন ও ভালোই খেলবেন।‘ শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
উইকেটের পিছনে দুর্ধর্ষ পারফরমেন্স করতেও দেখা গিয়েছে ধোনিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস চলাকালীন শেষ বলে রান আউট করতেও দেখা গিয়েছে ধোনিকে। দুর্ধর্ষ ফর্মে থাকা অনুজ রাওয়াতকে আউট করেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ধোনিকে ব্যাট হাতে দেখা যায়নি। চেন্নাই সুপার কিংসের এর পরের ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগামী ২৬ মার্চ।