সিঁদুর পরা প্রমাণ করে তিনি বিবাহিত, ডিভোর্স মামলায় পর্যবেক্ষণ আদালতের
Wearing vermilion proves that he is married, court observation in divorce cases

The Truth Of Bengal : বিচারে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠল ‘সিঁদুর’। মধ্যপ্রদেশের ইন্দোর আদালতে একটি পারিবারিক দাম্পত্য মামলায় গুরুত্বপূর্ণ বিচার হয়েছে স্ত্রীর সিঁদুর পরা না পরার বিষয়টি। আদালতের পর্যবেক্ষণ সিঁদুর পরা বিবাহিত মহিলার ধর্মীয় কর্তব্য। ঘটনার সূত্রপাত, একটি ডিভোর্স মামলা ঘিরে। বিচ্ছেদ মামলা শুনানি চলাকালীন মধ্যপ্রদেশের ইন্দোর আদালতের বিচারক মন্তব্য করেন, সিঁদুর পরা বিবাহিত মহিলাদের ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে।
২০১৭ সালে বিয়ে হয়েছিল ওই মহিলার। তাদের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের দু’বছরের মধ্যে স্বামীর ঘর ছেড়ে চলে যায় স্ত্রী। এমনকি সিঁদুর পরা বন্ধ করে দেন ওই মহিলা। বাড়ি থেকে স্ত্রী চলে যাওয়ার পর স্বামী পারিবারিক আদালতে ডিভোর্স মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতে, ওই মহিলা খোরপোশের দাবি জানায়। যেহেতু ওই মহিলা স্বামীর ঘর ছেড়ে স্বেচ্ছায় চলে গিয়েছিলেন সেই কারণে খোরপোশ দিতে রাজি ছিলেন না স্বামী।
সমস্ত নথিপত্র খতিয়ে দেখে আদালত। আর সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পর স্বামীর পক্ষে রায় আদালতের। ওই মহিলা স্বীকার করে নিয়েছেন তিনি বহুদিন ধরে সিঁদুর পরা বন্ধ করে দিয়েছেন। ওই আদালতের বিচারক এনপি সিংহের পর্যবেক্ষণ, যেহেতু ওই মহিলা স্বামীর ঘর ছেড়ে নিজে চলে এসেছেন এবং সিঁদুর পরা বন্ধ করে দিয়েছেন সে কারণে স্ত্রী দাবি করতে পারেন না। সিঁদুর পরা একজন স্ত্রীর ধর্মীয় দায়িত্ব এবং তা প্রমাণ করে তিনি বিবাহিত।
FREE ACCESS