IPL 2024খেলা

আর কয়েকঘন্টার অপেক্ষা, ভিন্ন মেজাজে মুখোমুখি সিএসকে-আরসিবি

Ipl opening ceremony

The Truth of Bengal: আইপিএলে এবারও থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। করোনার সময় টানা তিন বছর আইপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। এবছর ভিন্ন মেজাজে র মাধ্যমে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুমকে ঘিরে ক্রিকেট জ্বরে কাবু  ক্রীড়া প্রেমীরা। আর কয়েকঘন্টার অপেক্ষা।

তার পর  জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবার ও শুরু হবে আইপিএল। আজ  মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জমকালো অনুষ্ঠান দেখার পরেই হবে ম্যাচ। সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠান। তার পর  সন্ধ্যা ৭.৩০টার সময় টস হবে এবং রাত ৮ থেকে খেলা শুরু হবে। সোনু নিগম , এআর রহমান আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারেন বলেই জানা গেছে।

তালিকায় রয়েছেন আছেন আরও কয়েকজন বলিউডের নক্ষত্র। অক্ষয় কুমার ও টাইগার শ্রফরা পারফরম্যান্স করবেন। এবার চেন্নাইয়ের চিপক  স্টেডিয়ামে এই ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠানে মেতে উঠবেন দর্শকেরা। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও দেখা যাবে জিও সিনেমায় । তাছাড়া ও ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করা হবে। জমজমাট চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম।

Related Articles