lok sabha election 2024: ৩ কোটি ৯৫ লক্ষ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত, মোট অভিযোগ জমা পড়েছে ১ লক্ষ ৯১ হাজার ২২২টি
lok sabha election 2024: 3 crore 95 lakh 84 thousand rupees seized total complaints filed 1 lakh 91 thousand 222

The Truth of Bengal: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে রাজ্যের জেলায় জেলায় বাড়ছে অভিযোগের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তরে জমা পড়েছে ১ লক্ষ ৯১ হাজার ২২২টি অভিযোগ। প্রথম দফায় নির্বাচন হবে উত্তরবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট হবে।
এই তিনটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। কোচবিহার মোট অভিযোগের সংখ্যা ১০ হাজার ৭৩১ টি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ৩ হাজার ৬০৮ টি । জলপাইগুড়ি কেন্দ্রীয় অভিযোগের সংখ্যা ৫ হাজার ৫২১টি। সিভিজিলে মোট অভিযোগ জমা পড়েছে ৩৩৭টি। এই অভিযোগ গুলির মধ্যে ২৬৭ অভিযোগের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে কোন অভিযোগ জমা পড়ার পরপরই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে সুষ্ঠু অবাধ করার লক্ষ্যে অবৈধ সামগ্রী উদ্ধার কাজ চলছে ধারাবাহিকভাবে। বৃহস্পতিবার পর্যন্ত মোট নগদ অর্থ বাজেয়াপ্ত হয়েছে ৩ কোটি ৯৫ লক্ষ ৮৪ হাজার টাকা। এছাড়াও নেশাজাত সামগ্রী সহ অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে।