রাজ্যের খবর

Lok Sabha Election 2024: পদ্ম এবং হাত শিবির ছেড়ে ঘাসফুলে যোগ ২ কর্মী সমর্থকের

Lok Sabha Election 2024: Padma and Haat left the camp and joined the 2 activist supporters of Ghasphule Yoga

The Truth Of Bengal: মালদা:- লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস। ইংলিশ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের চার সদস্য এবং যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্যা যোগদান করল তৃণমূল কংগ্রেসে।

জানা যায়, গত পঞ্চায়েত নির্বাচনে কাজী গ্রাম অঞ্চল থেকে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিল মাইনুল সেখ, জাকির হোসেন এবং নির্দল থেকে জয়ী হয়েছিল সাহিদ ইসলাম ও লাকি সুলতানা পারভিন। আনুষ্ঠানিকভাবে তারা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির প্রতিকে জয়ী হয়েছিল সুবর্ণ মন্ডল। বৃহস্পতিবার তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলত্যাগী সদস্যরা জানান, মা মাটি মানুষের উন্নয়নে সামিল হতে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

বৃহস্পতিবার রথবাড়ী এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলত্যাগী পঞ্চায়েত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।

 

Related Articles