রাজ্যের খবর
রাস্তায় গাছ পড়ে যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন জলপাইগুড়ির আমবাড়ীতে
Trees fell on the road, cut off communication, power cut in Ambari of Jalpaiguri

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এর ফলে বিছিন্ন যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা। ফলে কার্যতই দুর্ভোগের মুখে এলাকাবাসিরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির আমবাড়ি সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির সময় রাত প্রায় ১ নাগাদ সামান্য হাওয়ার ফলে জলপাইগুড়ির আমবাড়ি- সাহুডাঙ্গি রাজ্যে সড়কের পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে ছত্তর পাড়ার এলাকায়। রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়ে। এর ফলে রাত থেকেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। রাস্তা দিয়ে যাতায়াতের সময় সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের।
বিষয়টি স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে জানিয়েছেন বাসিন্দারা। সমস্যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গি সংলগ্ন ছত্তরপাড়ার বাসিন্দারা।