IPL 2024বিনোদন

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে আইপিএল, কারা থাকবেন এবার ?

IPL is going to start with a grand ceremony

The Truth of Bengal: চলতি সপ্তাহে শুরু হতে চলেছে আইপিএল-২০২৪। খেলা ও বিনোদনের মিশেলে মাততে চলেছে দেশবাসী। যার শুভসূচনা হতে চলেছে আগামি শুক্রবার। বলিউড তারকাদের জমকালো অনুষ্ঠানে শুরু হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কোন কোন বলিউড তারকা অংশ নিতে চলেছেন এই মেগা ইভেন্টে সেটাই এবার জেনে নিন।

চিরপ্রতিদন্দ্বী চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে দিয়ে শুরু হবে এবারের আইপিএলের আসর। ২২ মার্চ প্রথম ম্যাচটি হবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। তার আগে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এক ঝাঁক নক্ষত্র। সরকারিভাবে আইপিএল কতৃপক্ষ কিছু না জানালেও খবরের সূত্র অনুযায়ী এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অস্কার জয়ী সুরকার এ.আর. রহমান। রহমান ছাড়া সোনু নিগমকে গান গাইতে দেখা যাবে উদ্বোধনী মঞ্চে।

গায়কদের পাশাপাশি পিছিয়ে নেই বলিউড তারকারা। শোনা যাচ্ছে নিজেদের ছবির প্রচারে উদ্বোধনী আসরে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উপস্থিত হবেন অক্ষয়কুমার ও টাইগার শ্রফ। আগামি ইদে মুক্তি পাবে এই জুটির নতুন ছবি বড়ে মিঞা ছোটে মিঞা। ছবির প্রচারের পাশে এদিন নাচে গানে ধামাকাদার পারফরম্যান্স করবেন আক্কি ও টাইগার। ঐদিন সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। কারণ নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা ৭.৩০ মিনিটে টস হবে এবং রাত ৮ থেকে খেলা শুরু হবে। গতবছর ২০২৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রশ্মিকা মান্দানার গ্ল্যামারের সঙ্গে ছিল অরিজিৎ সিংয়ের সুরের মূর্ছনা। আর এবার সোনু-রহমান জুটির সুরের সফরে বলিউডি স্টাইলে স্টেডিয়ামের দর্শকের মন জয় করতে প্রস্তুত বড়ে মিঞা ও ছোটে মিঞা।

Related Articles