একাধিক চমক এবার কেকেআরে, কাটবে ট্রফির খরা !
Multiple surprises this time in KKR, trophy drought will be cut!

The Truth Of Bengal : আসন্ন আইপিএলে কেকেআর প্রতি নিয়ত দিয়েছে চমক । এবার যে নতুন ভাবে লড়াইয়ে নামবে তারা তা স্পষ্ট । সমর্থকদের আশা ফেরাতে মরিয়া কলকাতার এই দল ।
জমজমাট ২২ গজের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন গোটা দেশের মানুষ । দোড়গোড়ায় আইপিএল । তার আগে প্রত্যেক দলের নিত্য নতুন আপডেটে সরগরম সোশ্যাল সাইট । কেকেআর থেকে আরসিবি ২২ গজ মাতাতে তৈরি। এবার একাধিক চমক দিয়েছে কলকাতার এই দল । ছ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরেছে । গৌতম ফেরায় নতুন করে স্বপ্নের জাল বুনছে সমর্থকেরা । এবছর পর ঘরের ছেলে ঘরে ফিরেছে । এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম গম্ভীর। এই সময় ২ বার আইপিএল জিতেছে কেকেআর। প্লে অফে গেছে ৫ বার। গৌতম নিজেও ভীষণ খুশি ।
কেকেআর মালিক শাহরুখ খান আগেই বলেছিলেন , গৌতম সবসময়ে কেকেআর পরিবারের অঙ্গ ছিল্ই । এবারে তাদের ক্য়াপ্টেন অন্য় অবতারে ফিরছে। ও এবারে কেকেআরের মেন্টর। গতবার অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের জন্য খেলতে পারেনি । এবছর ফিরেছেন ।কেকেআর এবার সোশ্যাল মিডিয়াতেও ছক্কা হঁকানোর পরিকল্পনা করেছে । সে কারণে সোশ্যাল মিডিয়া ইনফ্লূয়েন্সার প্রিয়ম ঘোষ কে তারা আইপিএলের অফিসিয়াল প্রেজেন্টার হিসেবে নিয়োগ করেছে । বাঙালি এই যুবক বেশ জনপ্রিয় বাংলার তরুণ প্রজন্মের কাছে। এই যুবকের খেলার প্রতি ঝোঁক রয়েছে বেশ । এর আগে ২০১৪ সালে কেকেআর ব্রিগেড শেষবার আইপিএল খেতাব জিতেছিল তারপর আর সেভাবে ২২ গজে নিজেদের শক্তি প্রদর্শন করতে পারেনি। আসন্ন আইপিএলে নামার আগে কেকেআর খেলোয়াড়রা প্র্যাকটিসে একের পর এক ছক্কা হাকাচ্ছেন । ফলত বেশ আত্মবিশ্বাস নিয়ে এই আইপিএলের নেমে যে ট্রফির খরা কাটানোর জন্য চেষ্টা করবে তা একেবারে স্পষ্ট।
FREE ACCESS