বিনোদন

অ্যাঞ্জিওপ্লাস্টি করা হল অভিনেতা অমিতাভ বচ্চনের, কিন্তু কি হয়েছে তাঁর?

Actor Amitabh Bachchan underwent angioplasty, but what happened to him?

The Truth Of Bengal:

শুক্রবার সকালে অসুস্থ অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রবীণ অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বিগ বির এই অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর  ভক্ত,অনুরাগীও পরিবারের লোকজন সকলেই।বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী,  অস্ত্রোপচারের পর ভালই আছেন বিগ বি। তাই, সকলকে আশ্বত করে সোশ্যাল মিডিয়ায় অমিতাভ জানিয়েছেন যে তিনি ভাল আছেন চিন্তার কিছু নেই। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সকলেই তাঁর খোঁজ নিয়েছেন। সেকারণেই, অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে অমিতাভ নিজেই টুইট করেছেন।

এক্স হ্যান্ডেল বা টুইটারে বিগ বি লিখেছেন, আপনাদের ধন্যবাদ। অমিতাভের টুইট থেকেই বোঝা যাচ্ছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর বেশ সুস্থই রয়েছেন সিনিয়র বচ্চন। প্রসঙ্গত, সাধারণত রোগীর হার্টের অসুখের ক্ষেত্রে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, অমিতাভের শরীরে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে অভিনেতার পায়ে। অমিতাভের পায়ে রক্ত জমাট বেঁধেছিল। তা পুনরায় সচল করতেই নাকি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হয়েছে।

যদিও এখনও পর্যন্ত বচ্চন পরিবারের তরফে এই প্রসঙ্গে কোনও কিছু জানানো হয়নি। শুক্রবার দিনভর অমিতাভের আরোগ্য কামনা করেন তাঁর অগুনিত ভক্তরা। তবে, সবাইকে আশ্বস্ত করে এদিন বিকেলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলিউড শাহেনশাকে। তবে আপাতত বেশ কিছুদিন বাড়ীতে বিশ্রামে থাকবেন বিগ বি।

FREE ACCESS

 

Related Articles