এআই প্রযুক্তিতে চলা নতুন ওয়াশিং মেশিন আনল Samsung
Samsung has launched a new washing machine running on AI technology

The Truth Of Bengal,Mou Basu: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে স্যামসাং এদেশে তাদের নতুন AI Ecobubble সিরিজের ওয়াশিং মেশিন লঞ্চ করেছে। ফ্রন্ট লোড ডিজাইনের এই ওয়াশিং মেশিনগুলি অটোমেটিক মোডে কাজ করবে। স্যামসাং দাবি করেছে যে নতুন Washing Machine এআই এর মাধ্যমে ৫০% দ্রুত কাপড় কেচে ধুয়ে শোকাতে পারবে।
ভারতে নতুন স্যামসাং এআই ইকোবাবল ওয়াশিং মেশিন এর দাম শুরু হচ্ছে ৬৭,৯৯০ টাকা থেকে। আর এর সর্বোচ্চ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৭১,৯৯০ টাকা। Samsung.com সহ Flipkart ও Amazon এর মাধ্যমে এগুলি কেনা যাবে।
স্যামসাং ওয়াশিং মেশিনগুলির সাথে ২ বছরের সবরকম এবং ১০ বছর মোটরের ওয়ারেন্টি দিচ্ছে। এগুলি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। নতুন ওয়াশিং মেশিনগুলির ক্যাপাসিটি ১১ কেজি। গ্লাস ডোরের (দরজা) সাথে এগুলিতে ফ্রন্ট লোড ডিজাইন দেখা যাবে। আর এদের পরিমাপ ৬০ সেমি x ৮৫ সেমি x ৬০ সেমি। আবার এগুলিতে এআই ইকোবাবল ফিচার আছে, যা ডিটারজেন্টকে বাবলে পরিণত করবে। আবার ওয়াশিং মেশিনগুলিতে একাধিক ওয়াশিং মোড সহ এআই ওয়াশিং মোড উপলব্ধ। সংস্থার দাবি এগুলি ৫০% কম বিদ্যুৎ খরচ করবে এবং কম জল ব্যবহার করবে।
ওয়াশিং মেশিনের পাশাপাশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা বাসনকোসন ধোওয়ার জন্য ওয়াশার ড্রায়ার কম্বোও আনছে স্যামসাং। গত মাসে দক্ষিণ কোরিয়ায় পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে bespoke ai combo নামের ওয়াশার ড্রায়ার। এবার খুব শিগগিরই গোটা বিশ্বে চালু হবে।
FREE ACCESS