লোকসভাতে টিকিট না পেয়েও সুপার সানডে তে খোশ মেজাজে মিমি
Despite not getting a Lok Sabha ticket, Mimi is in a happy mood on Super Sunday

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের প্রার্থী পদ পাননি অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এই নিয়ে অভিনেত্রীর কোন আক্ষেপ নেই। তার প্রমাণ মিলল মিমির ইনস্টা স্টোরিতে। অভিনেত্রী নিজেই রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। শুধু তাই নয় তিনি নিজেই জানিয়েছিলেন তিনি নির্বাচনের প্রার্থী হতে চান না। এবার মিমির পরিবর্তে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ।
একটি ইনস্টা স্টোরি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ১০ই মার্চ রবিবার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার দিন ঠিক যে সময় ঘাসফুলের তরফ থেকে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়। ঠিক তখনই অভিনেত্রী মিমি তাঁর ইনস্টা স্টোরিতে ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় ব্যস্ত তিনি। ইনস্টা স্টোরির ক্যাপশনে লিখেছেন ‘হ্যাপি সানডে ‘। চোখে মুখে ধরা পড়ছে উচ্ছ্বাসের ছাপ।
প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে ১০ই মার্চ রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের ‘জনগণ সভা’। ব্রিগেডের জনগণ সভা থেকে নয়া চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের সভা থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা ঘোষণা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। আর সেই তালিকায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বদলে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ।
FREE ACCESS