দেশ

৪০ ফুট গর্তে পড়ল এক শিশু, উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

A child fell into a 40-foot hole

The Truth of Bengal: ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল এক শিশু। রবিবার ভোরে দিল্লির কেসপুর মান্ডি এলাকায় ঘটে যায় এই ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে উপস্থিত হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোরকদমে চলে উদ্ধারকাজ।

উপস্থিত পুলিশ ও দমকল বাহিনীও। জানা যায়, দিল্লি জল বোর্ডে জল শোধনাগারের গর্থে পড়ে যায় শিশুটি। এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে মোতায়েন করা হয়। শিশুটি যে গর্তে পড়ে যায়, যার সমান্তরালেই আরও একটি গর্ত খোঁড়া হয় তাকে বাইরে বের করে আনার লক্ষমাত্রা নিয়ে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে উদ্ধারকাজ। এই কথা জানান, ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ আধিকারিক। প্রসঙ্গত, ফেব্রুয়ারী মাসেই গুজরাটে ঘটে গিয়েছিল ঠিক এমনই এক দুর্ঘটনা। বছর দুইয়ের একটি ছেলে জামনগরের রাস্তায় খোঁড়া গর্তের মধ্যে পড় গিয়েছিল। প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় উদ্দার করা সম্ভব হয়েছিল তাঁকে।

Related Articles