জলপাইগুড়িতে হজ যাত্রীদের প্রশিক্ষনের ব্যবস্থায় বন্ধু নগর গুয়াবাড়ি মাদ্রাসা কমিটি
Bandhu Nagar Guabari Madrasa Committee to provide training for Haj pilgrims in Jalpaiguri

The Truth Of Bengal, জলপাইগুড়ি – কল্যাণ চন্দ –রবিবার হজ যাত্রীদের প্রশিক্ষনের ব্যবস্থা করল বন্ধু নগর গুয়াবাড়ি মাদ্রাসা কমিটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের বন্ধু নগর গুয়াবাড়ি মাদ্রাসাতে।
সেই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জায়গা থেকে মোট ৫০ জন হজযাত্রী অংশগ্রহণ করেছিলেন। কমিটির পক্ষ থেকে জানান, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে এবছর প্রচুর মানুষ হজে যাত্রা করতে যাবে। তাদের মধ্যে অনেকে কিভাবে যাবে, সেই সব হজ যাত্রীদের সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। এর ফলে অনেক মানুষের সুবিধা হবে এমনটাই খবর। প্রশিক্ষন দিতে কলকাতা থেকে হাজির হয়েছে আসরারুল হক, প্রশিক্ষণের পাসা পাসি খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, সাথে মাদ্রাসার পক্ষ থেকে কিছু উপহার তুলে দেওয়া হল, অনেকই আছে হজ যাত্রা করতে যাচ্ছে প্রথমবার, তারা অনেক কিছু জানে না, তাদের কি কি করতে হবে তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিভাবে যাবেন, কি করতে হবে তা নিয়ে আলোচনা করা হল, এর ফলে খুসি নতুন হজ যাত্রীরা,