বিনোদন

মুক্তি পেল ফল আউট অফিশিয়াল ট্রেলার 

Fall Out Official Trailer

The Truth of Bengal: মুক্তি পেয়েছে বহু জনপ্রিয় টিভি সিরিজ ফল আউট এর প্রথম অফিশিয়াল ট্রেলার। প্রযোজক জোনাথন নোলান। সম্পূর্ণ সিরিজ টি ভিডিও গেম ভিত্তিক। গোটা সিরিজের ট্রেলারে দেখা যাচ্ছে ২০৭৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং চিনের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধের ফলে ধ্বংস হয়ে যায় আধুনিক সভ্যতা, যারা জীবিত তারা ভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রবল সংগ্রামের সঙ্গে থাকতে শুরু করে।

Related Articles