
The Truth of Bengal: ঘণ্টার পর ঘণ্টা ধরে শেষ হওয়া কাজ বর্তমানে শেষ হচ্ছে নিমেষেই। সৌজন্যে এআই প্রযুক্তি। কর্মী ছাঁটাইয়ের অন্যতম মূল কারণ হতে চলেছে এআই প্রযুক্তি, এমন আশঙ্কাতেই ভূগছিলেন কর্মীরা। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে ধীরে ধীরে। এআই প্রযুক্তির যুগে এবার কপালে চিন্তার ভাঁজ শিক্ষক-শিক্ষিকাদেরও। এআই প্রযুক্তিতে তৈরি হওয়া রোবট দ্রুতই স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের জায়গা নিত চলেছে।
ইতিমধ্যেই এমন একটি উদাহরণও সামনে এনেছে কেরালা। দেশের প্রথম এআই শিক্ষিকাকে সামনে এনেছে কেরালার তিরুবন্তপুরমের একটি স্কুল। ওই এআই শিক্ষিকাকে দেখা যাচ্ছে, ক্লাস রুমে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে আলাপারিতা করতে। সেই ভিডিও এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। জানা যায়, তিরুবন্তপুরমের ওই স্কুলে হিউম্যানয়েড রোবট ইরিসকে পড়ুয়াদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে এক প্রোজেক্টের অঙ্গ হিসেবে।
যা অবশ্যই সমগ্র দেশের শিক্ষা ব্যাবস্থার জন্য একটি নতুন দিক হতে চলেছে বলে মনে করা হচ্ছে। চাকাচালিত এই এআই রোবটটি আবার একাধিক ভাষাতেও কথা বলতে সক্ষম। আইরিশ বিভিন্ন বিষয় থেকে জটিল প্রশ্নের উত্তরও দিতে পারে। আইরিশের বৈশষ্ট্য – রোবোটিক্স ও জেনারেটিভ এর সংমিশ্রনই হল এই আইরিশ। রোবটটিতে রয়েছে একটি ইন্টেল প্রসেসর ও একটি সহ প্রসেসর, যা বিভিন্ন ধরনের কম্যান্ড পরিচালনা করবে বলে খবর। বর্তমানে নেটিজেনদের একটা বড় অংশ অপেক্ষায় রয়েছে ইরিসের ক্লাস নেওয়া দেখার জন্য।