নিয়মিত টেস্ট খেলা প্লেয়ারদের জন্য বোনাসের প্রস্তাব বিসিসিআই-এর
BCCI offers bonus for regular Test players

The Truth of Bengal: আরও বেশি করে যাতে ক্রিকেটারেরা টেস্ট খেলার দিকে মন দেন, তার জন্য নতুন উদ্যোগ বিসিসিআইয়ের। সচিব জয় শাহ ঘোষণা করেছেন, এক মরসুমে কোনও ক্রিকেটার যদি বেশি করে টেস্ট খেলেন, তা হলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তিনি বছরের শেষে আলাদা করে টাকা পাবেন। নিয়মিত টেস্ট খেলা প্লেয়ারদের জন্য বোনাসের প্রস্তাব বিসিসিআই-এর।টেস্ট ক্রিকেটারদের পুরস্কৃত করার জন্য একটি সংশোধিত বেতন কাঠামো নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
শনিবার ভারত ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ়ে হারাতেই সচিব জয় শাহ ঘোষণা করেন, এক মরসুমে কোনও ক্রিকেটার যদি বেশি টেস্ট খেলেন, তা হলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তিনি বছরের শেষে আলাদা করে টাকা পাবেন। ম্যাচ ফি বা কেন্দ্রীয় চুক্তি থেকে যে অর্থ পান তা তো রয়েছেই। পাশাপাশি বাড়তি টাকাও দেওয়া হবে। এমনকি, কেউ প্রথম একাদশে না থাকলেও টাকা পাবেন। অতীতে কোনও দেশকেই এই উদ্যোগ নিতে দেখা যায়নি। এর জন্য বোর্ডের কোষাগার থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ উঠে আসছে ঈশান কিষান।
রিপোর্টে উল্লেখিত, ইশান কিষান ঘরোয়া ক্রিকেট খেলার জন্য টিম ম্যানেজমেন্টের নির্দেশ উপেক্ষা করে এবং তার পরিবর্তে আইপিএলের জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বেতন কাঠামোর অধীনে, একজন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টেস্টের জন্য ম্যাচ ফি হিসেবে ভারতীয় মুদ্রায় ১৫ লাখ টাকা করে পান। ওয়ানডে-তে তারা প্রতি ম্যাচে ৬ লাখ করে পান। আর প্রতিটা আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য ৩ লাখ করে পেয়ে থাকেন। এই অতিরিক্ত অর্থ তরুণদের টি-টোয়েন্টি লিগ এবং আন্তর্জাতিকের যুগে দীর্ঘতম ফরম্যাটে সমান গুরুত্ব দিতে উৎসাহিত করবে বলি মনে করছেন বোর্ডের আধিকারিকরা।