অত্যাধুনিক, দ্রুত গতির M3 প্রসেসরযুক্ত ল্যাপটপ আনল অ্যাপল
Apple has launched a laptop with the latest, fastest M3 processor

The Truth of Bengal,Mou Basu: গ্রাহকদের কথা ভেবে এবার M3 প্রসেসরযুক্ত অত্যাধুনিক, দ্রুত গতির ল্যাপটপ আনল অ্যাপল। নয়া মডেলের ল্যাপটপের নাম Macbook Air। ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি স্ক্রিনের মডেলে মিলবে ল্যাপটপ। খুবই পাতলা ও হালকা ওজনের। লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। ম্যাকবুক এয়ারের এই নতুন ল্যাপটপগুলির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটির অত্যাধুনিক M3 প্রসেসর। অ্যাপলের পক্ষ থেকে অফিশিয়াল ওয়েবাসাইটে জানানো হয়েছে, এটি অ্যাপলের ম্যাকবুকের M1 প্রসেসর সহ সংস্করণগুলির তুলনায় আনুমানিকভাবে 60% দ্রুত কাজ করতে সক্ষম। এই ল্যাপটপগুলি ব্যবহারকারীকে একটি আকর্ষণীয় গতির সুবিধা প্রদান করতে সক্ষম।
নতুন ম্যাকবুক এয়ারের মডেলগুলি একবার চার্জ দিলে কমপক্ষে 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম। 2020 সালে ইন্টেলের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অ্যাপল তার ল্যাপটপের মডেলগুলিতে কোম্পানির নিজস্ব তৈরি করা চিপ ব্যবহার করছে। অ্যাপলের পক্ষ থেকে ম্যাকবুক এয়ারের যে দুটি নতুন মডেল লঞ্চ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এটির ছোট সংস্করণটির দাম শুরু হতে চলেছে 1,099 মার্কিন ডলার থেকে।
অন্যদিকে, ম্যাকবুক এয়ারের তুলনামূলকভাবে বড় নতুন বেস সংস্করণটির দাম করা হয়েছে 1,299 মার্কিন ডলার। ভারতে 13 ইঞ্চি মডেলটির দাম শুরু হচ্ছে 1,14,900 টাকা থেকে। 15 ইঞ্চির সংস্করণটির দাম করা হয়েছে 1,34,900 টাকা। মিডনাইট, স্টারলাইট, সিলভার ও স্পেস গ্রে রঙে মিলবে ল্যাপটপ। এগুলো সবই M3 চিপযুক্ত। M2 চিপযুক্ত ১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ারের দাম শুরু ৯৯,৯০০ টাকা থেকে। ম্যাকবুক এয়ারের এই নতুন দুটি মডেলের অর্ডার এরমধ্যে গ্রহণ করা শুরু করে দিয়েছে অ্যাপল। ৮ মার্চ থেকে এই নতুন ল্যাপটপগুলি ডেলিভারি শুরু করা হতে চলেছে।