নদীয়ার কল্যাণীতে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়
The death of a youth in Nadia's Kalyani caused a sensation in the area

The Truth Of Bengal, Nadia: রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাই গ্রেপ্তার চার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যানী থানার শুগুনা এলাকায়।
পরিবার সুত্রে খবর,কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের সুভাষ নগর এলাকার বাসিন্দা জয় বাড়ুই, বয়স কুড়ি বছর। মঙ্গলবার ওই এলাকার তার কিছু বন্ধু প্রতিদিনের মতো তাকে বাড়ি থেকে পাশের একটি ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে হঠাৎ করে গুলির আওয়াজ পায় প্রতিবেশীরা। এরপরে ঘটনাস্থল ছেড়ে পালায় ওই বন্ধুরা। বেশি রাত বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি ছাদে যেতে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে জয়। এরপরই তাকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে।
এরপর, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কল্যাণী থানার পুলিশ। জয় বারুইয়ের পরিবারের দাবি, এমনিতে তার কোন ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে তার পরিচিত কিছু বন্ধু তাকে গতকাল রাতে ডেকে নিয়ে যায়। কি কারনে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না তারা। অভিযুক্তদের বিরুদ্ধে পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে কোন দুষ্কৃতীমূলক অভিযোগ নেই। গতকাল বেশ কয়েকজন বন্ধুরা, ওই বাড়ির ছাদে পার্টি করছিল। সেখানেই বসার কারণে তাকে গুলি করতে পারে বলে অনুমান। এই ঘটনায় গতকাল রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ সকালে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বুধবার আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য অনুরোধ করা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই পরবর্তীকালে খুনের ঘটনার বিবরণ জানা যাবে”।