খেলা

আরো শক্তিশালী হায়দ্রাবাদ, আইপিএলের নেতৃত্ব ভার এবার কামিন্সের উপর

Stronger Hyderabad, IPL lead now on Cummins

The Truth Of Bengal:  আর কয়েকটা দিনের অপেক্ষা, তার পরেই শুরু হবে আইপিএল । সব দলের প্রস্তুতি চলছে জোর কদমে । এদিকে পরিবর্তন হয়েই চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের অন্দরে । বোলিং কোচ ডেল স্টেন দায়িত্ব ছেড়েছেন  । সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে । এদিকে এবার এই পরিবর্তনের ধারায়  দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে প্যাট কামিন্সকে।

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারের হাতে নেতৃত্বের এই দায়িত্ব তুলে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের তরফ থেকে এক্সে পোস্ট করে তা নিশ্চিত করা হয়েছে। গত মরশুমে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন এডেন মার্করাম। মার্করামের সেই জায়গায় দেখা যাবে প্যাট কামিন্সকে। আইপিএলের নিলামে কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকাই কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের পরিবর্তন  হয়েই চলেছে।

আর কদিন পরই শুরু হবে আইপিএল টুর্নামেন্ট তার আগে এই পরিবর্তন বেশ ফলপ্রসু হবে বলেই মনে করা হচ্ছে। ঘুরে দাঁড়াতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ ডেল স্টেইনকে অবসর দিয়েছেন বলে খবর। ডেল স্টেইন এবার আইপিএল এর দায়িত্বে থেকে ছুটি চেয়েছেন। যা তিনি পেয়েছেন  বলে তিনি জানিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ এবার তাদের সফর শুরু করবে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হয়ে। ক্রিকেটের নন্দনকাননে এ বারের আইপিএল  সফর শুরু করবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। পুরনো ব্যর্থতাকে ভুলে এবার দলকে আরো পুনর্জীবিত করার জন্য দায়িত্ব দেওয়া হলো প্যাট কামিন্সকে।

FREE ACCESS

Related Articles