
The Truth Of Bengal : ১। নারী দিবসে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চাকরি প্রদান রাজ্য সরকারের। ২৩০ জন মহিলাকে দেওয়া হবে চাকরি। শিলিগুড়িতে বৈঠক চলাকালীন এই কথা জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক।
২। কৃষক পরিবারের আর্থিক সহায়তার জন্য আরও ৮০ কোটি টাকা বরাদ্দ রাজ্য কৃষি দফতরের। ৪ হাজার মৃত কৃষক পরিবারের আর্থিক সহায়তার জন্য এই অর্থ বরাদ্দ।
৩। দু দিনের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হুগলির আরামবাগে প্রশাসনিক অনুষ্ঠান সহ একাধিক কর্মসূচি প্রধানমন্ত্রীর। শনিবার কৃষ্ণনগরে দ্বিতীয় দিনের জনসভায় অংশগ্রহন করবেন তিনি।
৪। গঙ্গার নীচ দিয়ে দেশের প্রথম মেট্রো উদ্বোধন। ৬ মার্চ বাংলায় মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন।
৫। লোকসভা ভোট ঘোষণার আগেই শুক্রবার রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চের মধ্যে রাজ্যে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তাদের থাকার জন্য বরাদ্দ হয়েছে বিভিন্ন স্কুল।
৬। সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার জুবি সাহা। শুক্রবার ভোর রাতে নিউটাউনের একটি আবাসন থেকে আইএসএফের রাজ্য কমিটির সদস্য জুবি সাহাকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ।
৭। ফের ট্রেন বাতিলের ঘোষণা রেলের। দমদমে ইন্টারলকিং-এর কাজের জেরে বন্ধ থাকবে একাধিক ট্রেন চলাচল। ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে কাজ। ফলে যাত্রী ভোগান্তির সম্ভাবনা প্রবল।
৮। উত্তর ২৪ পরগনার গুমায় পঞ্চায়েত উপপ্রধান বিজন দাসের খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ধৃত পলাশ শর্মার বাড়ির ১০০ মিটারের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর।
৯| চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে আগামী বছরের উচ্চমাধ্যমিকের দিনক্ষন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ২০২৫ সালের ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৮ মার্চ।
১০। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল। তাঁত ঘরের শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তর করার প্রতিবাদে আন্দোলন তাঁত ঘরের শ্রমিকদের। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
১১। বড় ধাক্কা খেলেন ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত ধর্মগুরু রাম রহিম। বারবার প্যারোলে মুক্ত থাকায় আদালতের কড়া নির্দেশ আদালতের অনুমতি ছাড়া তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে না । এছাড়াও আগামী ১০ দিনের মধ্যেই জেলে ফেরার নির্দেশ।
১২। হুইলচেয়ার না পাওয়ায় মুম্বই বিমানবন্দরে অসুস্থ হওয়া বৃদ্ধের মৃত্যুতে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হল এয়ার ইন্ডিয়াকে। উড়ান সংস্থার বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা জরিমানা করল DGCA।
১৩। বাংলাদেশের বেইলি রোডের সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্ষন্ত মৃত্যু হয়েছে ৪৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা। আহত হয়েছেন বহুমানুষ। তবে দমকলের ১৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হলেও কিভাবে কি ভাবে আগুন তা স্পষ্ট নয়, খতিয়ে দেখা যাচ্ছে।
১৪। উত্তরপ্রদেশের কানপুররে দুই নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় যোগী সরকারকে বিধঁলেন তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে বিজপি শাষিত উত্তরপ্রদেশের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে যোগী সরকারকে তোপ দেগেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
১৫। চন্দ্রযান ৩-এর সাফল্যের পর ইসরোর মিশন চন্দ্রযান ৪। ২০২৮ সালে চন্দ্রযানটি উৎক্ষেপন করার ইঙ্গিত দিয়েছে ইসরো। চাঁদের মাটি থেকে পাথর নিয়ে এসে চন্দ্রযান-৩ এর শুরু করা কাজ সম্পূর্ণ করাই এই মিশনের উদ্দেশ্য।
১৬। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে ফের দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। ফলে বড়সড় ধাক্কা ক্ষুদ্র খাবার ব্যাবসায়ী থেকে শুরু করে ছোট গাড়ির মালিকদের। পরোক্ষে টান পড়তে চলেছে আমজনতার পকেটে।
১৭। প্রকাশ্যে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি যোদ্ধার ট্রেলার। ছবিতে ভারতীয় জওয়ানের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ। রয়েছেন দিশা পাটানি ও রাশি খান্না। চলতি মাসের ১৫ তারিখই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে যোদ্ধা।
১৮। সদ্য ওটিটিতে মুক্তি পেতে চলেছে রুদ্ধশ্বাস ওয়েব সিরিজ শক্তিরূপেন। ছবির লিড রোলে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় ও রেজওয়ান রব্বানী শেখ। নির্মম সত্য; সুটিয়ার নারীনিগ্রহের আসল চেহারা নিয়ে সামনে এল সিরিজের ট্রেলার।
১৯। এবার সহ অধিনায়কের নাম ঘোষণা করল লখনৌ সুপার জায়ান্টস। চোটের কারণে আইপিলে রাহুল না খলতে পারলে তাঁর জায়গায় সহ অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান।
২০। ডোপ করার অভিযোগে চার বছরের জন্য নির্বাসিত হন পল পোগবা । গতবছর দুবার তার ডোপ টেস্ট করা হলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা থাকে বেশি। ইতালির জাতীয় ডোপিং বিরোধী সংস্থা তার চার বছরের নির্বাসনের প্রস্তাব সেইসময় আনলে, সেই শাস্তি বলবৎ হয় এবার।
FREE ACCESS