বঞ্চনার বিরুদ্ধে মহাসমাবেশ তৃণমূল কংগ্রেসের,কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠবে জন-গর্জনসভা
Mahasambesh Trinamool Congress against deprivation

The Truth of Bengal: অল্প সময়ের ব্যবধানে ১০মার্চ ব্রিগেডে সমাবেশের ডাক তৃণমূল কংগ্রেসের। আর সেই সমাবেশে রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৃণমূলের তরফে রাজ্যজুড়ে চলছে প্রচার-মিটিং-মিছিল। কেন শুধুমাত্র বাংলার টাকা আটকে রাখা হচ্ছে? কেন উন্নয়ন নিয়েও রাজনীতি করা হচ্ছে? কেন্দ্রের কাছে এই জবাব চাইতে প্রচারে সরগরম বাংলা। দেওয়াল লিখনেও কেন্দ্রের দলতন্ত্রের বিরুদ্ধে ও বাংলার বঞ্চনা ই্স্যুতে জনমত গড়তে উদ্যোগী হয়েছে তৃণমূল নেতৃত্ব।তার জন্য হুগলির চুঁচুড়ায় শুরু হয়েছে দেওয়াল লিখন।জনগর্জন সভার জন্য দেওয়ালজু়ড়ে সবুজ ঘাসফুলের ছবি ভরে উঠেছে।
চুঁচুড়ার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এলাকায় মহিলারা রং তুলি হাতে তুলে নিয়েছেন।নারীর অমর্যাদা করা বিজেপিকে মুখের মতো জবাব দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। হুগলির মতোই নদিয়াতেও প্রচার জোরদার।চব্বিশে দিল্লিতে বদলের দেওয়াল লিখন স্পষ্ট করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছেন বিজেপি বিরোধী শিবিরের নেতারা। তৃণমূল নেতৃত্বের দাবি,জনপ্লাবনের ধাক্কায় পরিবর্তনের ঝড় জোরদার হবে।
কেন্দ্রীয় সরকারের একশদিনের কাজের টাকা না দেওয়া বা আবাসের টাকা আটকে রাখার বিরুদ্ধে প্রচার এবার সুর সপ্তমে উঠবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। জনগর্জন সভা হবে 10ই মার্চ।তার আগে চলছে জোরদার প্রচার। ইসলামপুরে দেওয়াল লিখনে অংশ নেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইহা লাল আগারওয়াল। দেওয়াল লিখনে।তিনি বঞ্চনার প্রতিবাদে সর্বস্তরের মানুষকে ব্রিগেড চলোর ডাকে সামিল হওয়ার আহ্বান জানান। উত্তরবঙ্গ থেকে এবার বেশি মানুষ ব্রিগেডে আসবেন।উনিশের বিজেপির কথা দিয়ে কথা না রাখার যোগ্য জবাব দিতে চান জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের বঞ্চিত মানুষেরা।