বিনোদন

 জল্পনার অবসান , বিয়ের ছয় বছরের মাথায় মা হতে চলেছেন দীপিকা পাডুকোন

End of speculation, Deepika Padukone is going to become a mother after six years of marriage

The Truth Of Bengal : অবশেষে ঘটলো জল্পনার অবসান । অনুষ্কার পর এবার মা হতে চলেছে দীপিকা পাডুকোন। সেই খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে তার ভক্তদের জানালেন তিনি। এই খবর জানাজানি হতেই কমেন্টের ঝড় উঠেছে নেট পাড়ায়।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শুধুমাত্র উল্লেখ করেছে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের কথা । তার সাথে প্রার্থনার ইমোজিও পোস্ট করেছেন অভিনেত্রী । এর আগে একটি সাক্ষাৎকারে দীপিকা পাডুকোন জানিয়েছিলেন তিনি এবং রণবীর দুইজনেই বাচ্চা ভীষন ভালোবাসেন । তিনি আরো জানান তারা মুখিয়ে আছে নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায় । আর তার সেই ইচ্ছেই এবার পূরণ হতে চলেছে ।

উল্লেখ্য অন্তঃসত্ত্ব হওয়ার পরেও , দীপিকা পাড়ুকোন কাজ থামিয়ে রাখেনি । কখনো মুম্বাই বা কখনো বিদেশে পারি দিচ্ছেন তিনি । সম্প্রতি অভিনেত্রী মুম্বাইয়ের এয়ারপোর্টে পাপারাৎজির মুখোমুখি হয় । পাপারাৎজির মুখমুখি হয়ে অভিনেত্রী তার বেবি বাম্পকে আড়াল করে পোজ দেন তিনি । আর সেইখানেই অভিনেত্রী বেবিবাম্প লক্ষ্য করে নেটিজেনেরা। যদিওবা কিছুদিন আগে বি টাউনে দীপিকা ও রণবীরের বিবাহ বিচ্ছেদের জল্পনার কথাও উঠেছিল । তবে সেই জল্পনাকে মিথ্যে গত নভেম্বরে তারা বেলজিয়ামে বিবাহ বার্ষিক পালন করে এসেছিলেন তারকা দম্পতি । আর এবার এই বলিউড তারকা দম্পতি সন্তানের আসার দিন গুনতে শুরু করেছে।

Free Access

 

Related Articles