খেলা
Trending

ধোনির বাড়ির সামনে হঠাৎই হাজির ভারতীয় ক্রিকেটার

Indian cricketer suddenly appeared in front of Dhoni's house

The Truth Of Bengal: কিছুদিন আগেই রাঁচিতে হওয়া ভারতের চতুর্থ টেস্ট ম্যাচে একবারও মাঠে দেখতে পাওয়া যায়নি বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। তাই ম্যাচ শেষের পর একেবারেই রাঁচির ভূমিপুত্রের বাড়ির সামনেই হাজির এক ক্রিকেটার। ভাবছেন কোন ক্রিকেটারের কথা বলছি? কথা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অধিনায়কত্বে অভিষিক্ত হওয়া রবীন্দ্র জাডেজার কথা।

সম্প্রতি, একটি ছবি বেশ ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে রবীন্দ্র জাডেজা মহেন্দ্র সিং ধোনির বাড়ির বড় লাল দরজার সামনে দাঁড়িয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলেছেন। আর সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে জাডেজা লিখেছেন, ” কিংবদন্তির বাড়ির সামনে সমর্থক হয়ে পোজ দিতে বেশ মজা লাগে। ”

 

View this post on Instagram

 

A post shared by Ravindrasinh jadeja (@royalnavghan)

প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনী এবং রবীন্দ্র জাডেজা আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলেন। ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন তিনি। আইপিএলে ও অনেক বছর তাদের একসাথে খেলতে দেখা গিয়েছে। ২০১২ সালে চেন্নাই এ যোগ দেওয়ার পর থেকে তিনবার ধোনির সঙ্গে আইপিএল ট্রফি জিতেছেন রবীন্দ্র জাডেজা।

FREE ACCESS

Related Articles