রাজ্যের খবর

ফুটপাত দখলদারি রুখতে পদক্ষেপ, হকারদের দোকান সরানোর নির্দেশ

Steps taken to stop footpath encroachment, hawkers ordered to move shops

The Truth of Bengal: ব্যস্ত শহরকে যানজট মুক্ত করতে তৈরি করা হয়েছিল চওড়া রাস্তা। কিন্তু রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে দোকান নিয়ে বসে পড়েন ব্যবসায়ীরা। আর সেই কারণে শুরু হয় যানজট। দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। রাস্তা চওড়া করেও কোনও লাভ হয়নি। এবার ফুটপাত দখল রুখতে কড়া পদক্ষেপ করল কৃষ্ণনগর পুরসভা। রাস্তার দুপাশের ফুটপাত দখলদারীদের দোকান তুলে নিতে নির্দেশ দেন পুরসভার প্রতিনিধিরা।

এপ্রসঙ্গে পুরসভার চেয়ারপার্সন রীতা দাস জানান, কৃষ্ণনগরের বেশ কয়েকটি রাস্তা খুবই ব্যস্ত। কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এর আগেও একাধিকবার তাদেরকে জানালেও কোনও কর্ণপাত করেননি তারা। তাই কড়া হাতে ব্যবস্থা নিতে বাধ্য হয় পুরসভা। আগামী দিনে দখলদারীরা যদি স্বেচ্ছায় তাদের দোকান তুলে না নেন, তা হলে পুরসভা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নদিয়ার কৃষ্ণনগর প্রাচীনকাল থেকেই খুবই গুরুত্বপূর্ণ শহর। যেখানে রয়েছে একাধিক প্রশাসনিক দফতর। আর সেই কারণে গোটা নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এখানে আসেন। তা ছাড়া উত্তরবঙ্গে যেতে গেলে কৃষ্ণনগরের ওপর দিয়ে যেতে হয়। সেই শহরকে যানজটমুক্ত করে আরও সচল করতে উদ্যোগী হল পুরসভা।

Related Articles