খেলা
Trending

দলকে একার কাঁধেই টানলেন হালান্ড, এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি

Man City in the quarter finals of the FA Cup

The Truth Of Bengal : ফের পুরনো ছন্দে ম্যাচ খেললেন আর্লিং হালান্ড । একটা নয় একের পর এক গোল নিজেই করলেন । ম্যাঞ্চেস্টার সিটি এবার এফএ কাপে   ৬-২ গোলে হারাল লুটন টাউনকে।  দলকে জেতানোর দায়ভার  যেন একার কাঁধেই নিয়েছিলেন হালান্ড । প্রথম থেকেই বেশ বিদ্ধংসী মেজাজে খেলেন  ম্যান সিটির এই খেলোয়াড় ।  এফ্এ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ম্যান সিটি। হালান্ডের পা যেন কথা বলে ।  হ্যাট্রিক করতে তার বেশি সময় লাগে নি । এই ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে হ্যাটট্রিক করেন হালান্ড। দীর্ঘ দিন চোট আঘাতের কারণে  মাঠের বাইরে  ছিলেন হালান্ড ।

তার মাঠে প্রত্যাবর্তন  ঘটে ৩১ জানুয়ারি। এই  প্রত্যাবর্তনের পর সাতটা ম্যাচে মাত্র তিনটি গোল করেছিলেন হালান্ড। ফর্মে ছিলেন না । গোল করতেও পারছিলেন না ।  নানান রকম মন্তব্যও শুনতে হয়েছিল তাকে । যদিও তার কোচ বলেছিলেন দীর্ঘদিন না খেলার কারণে একটু বেশি সময় লাগছে ফর্মে ফিরতে । তবে অবশেষে সেই পুরনো ছন্দে দেখা গেল তাঁকে ।  ফের স্বমহিমায় ফিরলেন ।  প্রমান করলেন নিজেকে  নরওয়ের এই স্ট্রাইকারকে । লুটন টাউনকে হারাতে তার বেশি সময় লাগেনি । তাকে গোল মেশিন বলা যে একটুও অত্যুক্তি  নয় তা ফের প্রমানিত হলো । পাঁচ গোল‌ করে তাক লাগানোর পর ম্যান সিটির হয়ে আরো এক গোল করেন মাতেও কোভাচিচ ।  অপর দিকে বিপক্ষে দল লুটনের হয়ে জোড়া গোল করেছেন জর্ডান ক্লার্ক।

আর এই জয়ের পর নরওয়ের স্ট্রাইকার বলেছেন, তার ফিটনেস আবার আগের  ফর্মে ফিরে এসেছে।তিনি রেকর্ড  গোল করে খুব খুশি । তবে এই ম্যাচে  হালান্ড  চারটি গোল করেছেন কেভিন দ্য ব্রুইনের অ্যাসিস্ট থেকে। এ নিয়ে তিনি বলেছেন ব্রুইনের সঙ্গে খেলা গর্বের । নিজেদের মধ্যে বোঝাপড়াটা ও বেশ ভালো বলেই উল্লেখ করেছেন তিনি । এর আগের ম্যাচ গুলোতেও ফর্মে না থাকলেও তিনি  দলকে জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন , ব্রেন্টফোর্ডের বিপক্ষেও ১-০ গোলে জিতেছিল হালান্ডের দল ।   সেই ম্যাচে প্রথমার্ধে  ম্যান সিটি গোল না পেলেও দ্বিতীয়ার্ধে  হালান্ডের গোলেই জয়ী হয় ম্যান সিটি ।

 

FREE ACCESS

Related Articles