বিনোদন
Trending

মা বাবার ২৭তম বিবাহ বার্ষিকীতে উপহার সানার

27th Wedding Anniversary Gift for Mom and Dad

The Truth Of Bengal: সম্পর্কের বয়স হল ২৭। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। ভাবছেন কার কথা বলছি? কথা হচ্ছে বিখ্যাত সৌরভ গাঙ্গুলী ও বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। গত একুশে ফেব্রুয়ারি ছিল দম্পতির ২৭ তম বিবাহ বার্ষিকী। আর এই বিবাহ বার্ষিকীর আনন্দ আরো দ্বিগুণ হল মেয়ে সানা গঙ্গোপাধ্যায় কাছ থেকে একটি বিশেষ উপহার পেয়ে।

সম্প্রতি মা -বাবার বিবাহবার্ষিকীতে সানা গঙ্গোপাধ্যায় একটি ফুলের তোড়া পাঠিয়েছেন। মা ডোনা গাঙ্গুলীই মেয়ের উপহারের একটি ছবি তুলে একটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “এই সুন্দর ফুলগুলোর জন্য অনেক ধন্যবাদ সানা। এই উপহার আমাদের ২৭ তম বিবাহবার্ষিকীকে আরও স্পেশাল করে তুলবে।” এই ছবি সোশল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে কমেন্টের ঝড়। অনেকেই তাঁদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন।

ডোনা এবং সৌরভের একমাত্র কন্যা সানা গাঙ্গুলী লন্ডনে পড়াশোনা করার পর আপাতত সেখানে একটি বেসরকারি সংস্থায় চাকরি করছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং মহিলা প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী মাঝেমধ্যেই যান কন্যার সাথে দেখা করতে।

FREE ACCESS

Related Articles