রাজ্যের খবর
জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেফতার ১, চাঞ্চল্য এলাকায়
1 arrested for selling fake lottery in Chanchalya area

The Truth Of Bengal: দুবরাজপুরে ঝাড়খণ্ডের জাল লটারি ছাপা ও বিক্রির অভিযোগে গ্রেফতার একজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড জেলার দুবরাজপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় সোমনাথ গড়াই নামের এক ব্যক্তি বাড়িতে লটারি ছাপতো। সোমবার রাত্রে পুলিশ তার বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে তিনটে ল্যাপটপ এবং একটা সিপিইউ উদ্ধার করে। এছাড়াও উদ্ধার হওয়া লটারি গুলি জাল বলে দাবি পুলিশের।
ধৃত ব্যক্তিকে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
FREE ACCESS