মাদলের তালে চা শ্রমিকের একতা যাত্রা, উপস্থিত একাধিক ব্যক্তিবর্গ
Unity march of tea workers at Madal, many people present

The Truth Of Bengal: মাদলের তালে আদিবাসী নৃত্যের মাধ্যমে মেটেলি ব্লকের তরফ থেকে চা শ্রমিকের একতা যাত্রাকে স্বাগত জানানো হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্বনামধণ্য ব্যক্তিরা। এরপর বড়োদীঘি চা বাগানে একটি সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
জানা যায়, সোমবার রাতে বড়োদীঘি চা বাগানে রাত্রিবাসের পর মঙ্গলবার মেটেলি ব্লকের বিভিন্ন চা বাগান এলাকায় এই একতা যাত্রা পরিক্রমা করবে। এই দিনের এই একতা যাত্রায় উপস্থিত ছিলেন চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বড়া, সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা, তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী কালান্দি, জেলা পরিষদ সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় নাগরাকাটা থেকে মেটেলি ব্লকের বড়োদীঘি চা বাগানে পৌঁছায় শ্রমিক একতা যাত্রা। এদিন একতা যাত্রায় অংশগ্রহণকারী তৃণমূল শ্রমিক নেতাদের মাদলের তালে আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করা হয়। এরপর বড়োদীঘি চা বাগানে একটি সভা করা হয়। কেন এই একতা যাত্রা, কী কী দাবির ভিত্তিতে এই যাত্রা এইসব বিষয়ে দিন বক্তব্য রাখেন বক্তারা। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের তরফে এই শ্রমিক একতা যাত্রা করা হচ্ছে।
FREE ACCESS