বিনোদন
Trending

প্রয়াত হলেন ‘তরঙ্গ’ খ্যাত পরিচালক কুমার সাহনি

'Tarang' fame director Kumar Sahni passed away

The Truth Of Bengal: প্রয়াত হলেন বিখ্যাত প্রবীণ পরিচালক কুমার সাহনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সূত্রের খবর দক্ষিণ কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে দশটায় পরলোক গমন করেন তিনি। ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’র মতো বিভিন্ন কালজয়ী ছবি পরিচালনা করেছেন তিনি।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই নানান শারীরিক সমস্যা এবং বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি উচ্চ রক্তচাপ, ফুসফুসে সংক্রমণ এবং সেপসিস সংক্রান্ত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবীণ পরিচালক। ভর্তি হওয়ার পর সঙ্গে সঙ্গে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকে মর্মাহত হন বিখ্যাত পরিচালক অতনু ঘোষ।

প্রসঙ্গত, কুমার সাহনি যে শুধুমাত্র একজন পরিচালক ছিলেন তা নয় তিনি পরিচালনার পাশাপাশি প্রকৃত শিক্ষাবিদের মতো ‘দ্য শক অফ ডিজায়ার অ্যান্ড আদার এসেস’-এর মতো প্রবন্ধ বই লিখেছেন। এই প্রবীণ পরিচালক পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)য় পড়াশোনা করেছেন। শুধু তাই নয়, তিনি ছিলেন পরিচালক ঋত্বিক ঘটকের প্রিয় ছাত্র।

FREE ACCESS

Related Articles