রাজ্যের খবর

ভাঙ্গা কালভার্ট মেরামতে আনন্দিত এলাকাবাসী

Residents are happy with the repair of the broken culvert

The Truth Of Bengal: জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা হাসপাতাল পাড়া এলাকায় যাতায়াতের রাস্তার ওপর থাকা ভাঙ্গা কালভার্ট মেরামতের কাজ শুরু হলো। আর এতেই খুশি এলাকার বাসিন্দারা।

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই ওই ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা হাসপাতাল পাড়া এলাকায় ভাঙ্গা অবস্থায় পড়ে ছিলো কালভার্টটি।ফলে এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হতো। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল কালভার্ট মেরামতের। আর অবশেষে মাটিয়ালি বাতাবারি ১ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই কালভার্ট মেরামতের কাজ করা হচ্ছে। কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা।

এলাকার বাসিন্দা প্রশান্ত সরকার বলেন, “দীর্ঘ কয়েক বছর পর এই কালভার্টের কাজ হচ্ছে। এই কালভার্টের মাঝের হিউম পাইপ ভেঙে ছিলো। রাতের অন্ধকারে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকতো। অবশেষে কালভার্টের কাজ হচ্ছে এতে     আমরা আত্যন্ত খুশি। এখন কাজটি ভালো মতো হোক এটাই চাই আমরা।”

FREE ACCESS

Related Articles