দুর্গাপুরে দুরন্ত এক্সপ্রেসে আগুন, আপাতকালীন দলের তৎপরতায় পারিস্থিতি নিয়ন্ত্রণে
Durant Express caught fire in Durgapur, the situation is under control with the action of the emergency team

The Truth Of Bengal: দুর্গাপুরে দিল্লি গামী দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগায় আতঙ্কিত যাত্রীরা। এই ঘটনায় ট্রেনের চাকা থেকে বেরতে থাকে ব্যাপক ধোঁয়া। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে প্রায় ১০:২০ নাগাদ দুর্গাপুরের রাজবাঁধ স্টেশনের কাছে।
সূত্রের খবর, হাওড়া থেকে নয়া দিল্লি গামী আপ দুরন্ত এক্সপ্রেসের চাকার নিচ থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন লোকো পাইলট। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় রেলের আপাতকালীন দলকে। কিছুক্ষণের মধ্যেই আপাতকালীন দল সেখানে উপস্থিত হয়। এরপর দীর্ঘ চেষ্টার পর ট্রেনের নিচ থেকে বেরোনো ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন সংশ্লিষ্ট দলের কর্মীরা। ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। তবে রেলের তৎপরতায় যাত্রীদের মধ্যে আস্থা ফিরে আসে।
পুরো ঘটনায় বেশ কিছুক্ষণ এদিন দুরন্ত এক্সপ্রেস কে দাঁড় করিয়ে রাখা হয় রাজবাঁধ স্টেশনের কাছে। পুরো ঘটনায় রেলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গেছে, ব্রেক বাইন্ডিংয়ের কারণে গরম হয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছিল।
FREE ACCESS