জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া,বসন্তের সময়ে আবহাওয়ার বদলের পূর্বাভাস রাজ্যে
Weather Update

The Truth of Bengal: শুক্রবারও জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ঋতুরাজ বসন্তের সময়ে আবহাওয়ার তুলকালাম। এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে এই দুর্যোগ চলবে আরও কিছুদিন। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
এর মধ্যে অধিকার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেও সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায়। শনিবার পর্যন্ত মালদা, দুই-দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শিলা বৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘন্টার জন্য উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে।