দেশ

আবাস যোজনার দুর্নীতি ফাঁস ‘ক্যাগ’ রিপোর্টে,মধ্যপ্রদেশের দুর্নীতি ঘিরে চাঞ্চল্য

CAG report exposes housing scheme corruption

The Truth of Bengal: বাংলায় আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বারবার অভিযোগ তোলে বিজেপি। সেই অভিযোগ তুলে রাজ্যেকে প্রাপ্য টাকা না দিতে অনুরোধ করে কেন্দ্রকে। কেন্দ্রের টিম বারবার বাংলায় এসে তদন্ত করে বড় কোনও বেনিয়ম পায়নি। তা সত্ত্বেও বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। এমন অবস্থায় আবাস যোজনার বিরাট দুর্নীতি সামনে এল। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে নিয়ে সোরগোল পড়েছে। আবাস যোজনার এই দুর্নীতি ধরা পড়েছে ক্যাগ রিপোর্টে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের বিজেপি সরকার ১৫০০ জনকে আবাস যোজনার সুবিধা পাইয়ে দিয়েছে। যারা এই বাড়ি পাওয়ার যোগ্য নন। নিয়ম ভেঙে অনৈতিক ভাবে এই সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই রিপোর্ট অনুযায়ী, আবাস যোজনার দুর্নীতিতে অভিযুক্ত আগের কংগ্রেস সরকারও। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় সে রাজ্যে মোট ২৪ হাজার ৭২৩ কোটি টাকা খরচ হয়েছিল। কিছু ক্ষেত্রে একই ব্যক্তি মোট দু’বার বাড়ি পেয়েছেন।

অনেক ক্ষেত্রে আবার একই পরিবারের দুই পৃথক ব্যক্তিকে বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। নিয়ম ভেঙে প্রকল্পের অর্থ দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে। এই সমস্ত অনিয়ম উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত প্রায় দেড় বছর মধ্যপ্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস। তারপর বিধায়ক ভাঙিয়ে রাজ্যের শাসন ক্ষমতা দখল করে বিজেপি। এক মেয়াদের এই দুই সরকারের আমলে আবাস দুর্নীতি উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। যা নিয়ে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles