
The Truth of Bengal: মুক্তি পেল অজয় দেবগন অভিনীত শয়তান-এর ট্রেলার। শয়তান মাধবনের আগমনে আগুন ধরেছে অজয়-জ্যোতিকার সুখের সংসারে, বিকাশ বহেল পরিচালিত এই ছবিটি আদতে একটি হরর ফ্লিক। বৃহস্পতিবার, প্রকাশ্যে এল এই ছবির আড়াই মিনিটের ট্রেলার। আর তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে এই ছবি দর্শকদের হাড়হিম করা একটি অনুভূতি দিতে চলেছে। প্রথম ঝলকেই রীতিমত ভয় ধরাচ্ছে শয়তান।