রাজ্যের খবর

একই পরিবারের দুই ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

The hanging bodies of two brothers of the same family were recovered in Chanchalya area

The Truth Of Bengal: সর্ষের জমিতে কাজে যাওয়ার পর দুই ভাইয়ের পৃথক দুটি জায়গা থেকে রহস্যজনকভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পাটুলির হালদারপাড়া এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

সূত্রের খবর, বিভাস ঘোষ এবং প্রভাস ঘোষ নামে দুই ভাই পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পাটুলির হালদারপাড়া এলাকার বাসিন্দা। তারা দুজনই নিখোঁজ ছিল। কিন্তু বৃহস্পতিবার তাদের বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে প্রথমে ভাই বিভাস ঘোষ এবং পরবর্তীতে আবার বেশ কিছুটা দূরে দাদা প্রভাস ঘোষের রহস্যজনকভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় পুলিশ।

কি কারনে যে তাদের এইরকম ভাবে মৃতদেহ উদ্ধার হল সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। তবে একই দিনে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু, এটি কী সত্যি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কারোর হাত? তার তদন্ত শুরু করেছে পুলিশ।

FREE ACCESS

Related Articles