দেশ

সিকিমে আকস্মিক তুষারপাত, তুষারপাতের জেরে আটকে পড়েন ৫০০ এর বেশি পর্যটক

Sudden snowfall in Sikkim

The Truth of Bengal: আকস্মিক তুষারপাতে বিধ্বস্ত সিকিম। পূর্ব সিকিমের নাথুলায় আকস্মিক ভারী তুষারপাতের জেরে প্রায় ১৭৫টি যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়েন ৫০০-রও বেশি পর্যটক। প্রবল ঠান্ডায় বেশকিছু পর্যটক অসুস্থ হয়ে পড়েন।

প্রতিরক্ষা দপ্তরের মুখ্য জনসংযোগ আধিকারিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে, প্রবল ঠান্ডা উপেক্ষা করে, ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

নিরাপদে পর্যটকদের বার করে আনতে প্রাথমিক চিকিৎসা, ওষুধপত্র, গরম খাবার এবং নিরাপদ পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, আটকে পড়া যানগুলিকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে আটক পর্যটকদেরও।

Related Articles