রাজ্যের খবর

স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ দুষ্কৃতী

2 miscreants arrested in the case of robbing a goldsmith's car

The Truth Of Bengal : বাংলা ও বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই করার অভিযোগে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । দুই দুষ্কৃতীর নাম সামিউল্লাহ ও আব্দুল সেখ, জানা গিয়েছে, তাদের বাড়ি বিহারের কাঠিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায়।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ,  চলতি মাসের ৬ তারিখ স্বর্ণকার কোমল ঠাকুর তেটুলচকে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় মালদার  তেটুলচক – বিঝট এর মধ্যবর্তী এলাকায়  হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে তাকে । জোর করে তার কাছ থেকে  ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।সাথেসাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার  পুলিশ । এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। পাশাপশি ঘটনাটির পর পুলিশ বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশী চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।

উল্লেখ্য, ঘটনার ১৫ দিন পর বিহারের কাঠিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে  ঘটনায় সাথে যুক্ত দুই জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের গ্রেপ্তার করার পর  দুই জনকেই চাঁচল মহকুমা আদলতে পেশ করা হয় ।এবং তদন্তের স্বার্থে চাঁচল মহকুমা  আদালত তাদের  ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Free Access

Related Articles