বিনোদন
Trending

পুত্র সন্তানে পরিপূর্ণ বিরাট, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন বিরুষ্কা

Virushka himself said on social media that Virat is full of sons

The Truth Of Bengal: জল্পনা চলছিল, তবে কেউই মুখ খুলছিলেন না। সেই জল্পনার অবসান, দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় শোনালেন বিরাট কোহলি নিজেই। 15 ফেব্রুয়ারি ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। দম্পতি পুত্রসন্তানের নাম রেখেছেন ‘আকায়’ ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ধাপে ধাপে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বিরাট কোহলি ৷ অনেকের অনুমান শুধুমাত্র ব্যক্তিগত কারনের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল বিরাট। মঙ্গলবারও আনুষাঙ্গিক সমস্ত বিষয় ব্যক্তিগত রেখেই পুত্রসন্তান জন্মের খবর অনুরাগীদের দিয়েছেন বিরাট ৷

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

সোশাল মিডিয়ায় এদিন ‘বিরুষ্কা’ লেখেন, “সীমাহীন আনন্দে আমাদের হৃদয় পরিপূর্ণ ৷ সকলকে অত্য়ন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত 15 ফেব্রুয়ারি আমরা পুত্রসন্তান এবং ভামিকার ছোট্ট ভাই আকায়কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি ৷ এই সুন্দর সময়ে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি ৷ একইসঙ্গে আশা রাখছি এই সময়ে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন ৷”

প্রসঙ্গত, ২০২৩ সেপ্টেম্বর মাস নাগাদ এবি ডিভিলিয়ার্স প্রথম দাবি করেছিলেন বিরাট কোহলি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুভেচ্ছার ঝড় উঠেছিল। কিন্তু এরই মাঝে নানা জল্পনারও সৃষ্টি হয়েছিল কারণ বিরাট-অনুষ্কা তখন এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেয়নি। পরে ডিভিলিয়ার্স তা অস্বীকার করেছিলেন।

FREE ACCESS

Related Articles