লোকসভা নির্বাচনের আগে হঠাৎ বাতিল আধার কার্ড, প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
Chief Minister's letter to the Prime Minister

The Truth Of Bengal : বেছে বেছে বাংলার একাধিক জায়গায় বহু মানুষের আধার কার্ড বাতিল করা হচ্ছে। বিশেষত মতুয়া শ্রেণীর ওপর আরো বেশি করে এই চাপ আসছে। পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছে আধার কার্ড বাতিলের অভিযোগ এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে এই আধার কার্ড বাতিল করা নিয়ে বরাবর সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবারও একবার আধার কার্ড কেন বাতিল করে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আধার কার্ডের আইন ভেঙে রাজ্য সরকারকে না জানিয়ে দিল্লির অফিস থেকে একের পর এক আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এটা খুব আশ্চর্যজনক। কাউকে কোন কিছু না জানিয়েই আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে’।
মুখ্যমন্ত্রী অভিযোগ, ‘তপশিলি ফেডারেশন থেকে শুরু করে একাধিক জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি। লোকসভা ভোটের আগে এই ধরনের আতঙ্ক কেন তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে? তপশিলি জাতি তপশিলি উপজাতিদের বেছে বেছে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এটা খুব দুঃখজনক’। এরপরই আধার কার্ড বাতিলের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে তার হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকের পর এই ঘটনার তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। চিঠি লিখে আধার কার্ড বাতিলের কারন জানতে চান তিনি।
প্রসঙ্গত আধার কার্ড বাতিল নিয়ে তিনি স্পষ্ট বলেন আধার কার্ড বাতিল হলেও চিন্তার কোন কারণ নেই। বিকল্প কার্ড দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। একই প্রসঙ্গে তিনি জানান নির্বাচন কমিশনেও যাবে রাজ্য সরকারের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী কী বলেছেন দেখুন
FREE ACCESS