শিল্প সম্ভবনায় পরিকাঠামো নির্মাণ, যোগাযোগের রাস্তার সংস্কার
Construction of infrastructure in industrial capacity, renovation of communication roads

The Truth of Bengal: চা শিল্প থেকে ক্ষুদ্র-মাঝারি শিল্পের সার্বিক মাণোন্নয়নে পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে।আর বাণিজ্য থেকে শিক্ষা-স্বাস্থ্য সবকিছুর সুবিধার জন্য জলপাইগুড়ির সড়ক পরিবহণে আমূল বদল আসছে।দেশ স্বার্ধীন হওয়ার আগে থেকেই এই জেলার সঙ্গে পুর্ব-হিমালয়ের দেশগুলির যোগাযোগ ছিল।এখন যোগসূত্র রয়েছে প্রধানত সড়ক পথে।তাই জলপাইগুড়ির রাস্তার হাল ফেরাতে কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন।
- কেন্দ্র সরকার সড়ক নির্মাণের ৮,৫০০কোটি টাকা দেয়নি
- রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে রাস্তা নির্মাণ করছে
- পথশ্রী-১, পথশ্রী—২ এর পর এবার পথশ্রী প্রকল্প নেওয়া হচ্ছে
- ১২হাজার কিমি রাস্তায় খরচ হচ্ছে ৩হাজার ৮৬৮ কোটি টাকা
- পথশ্রী-৩ প্রকল্পে জলপাইগুড়িতে ৭০টি রাস্তা নির্মাণের প্রকল্প
- পথশ্রী-১ এর অধীনে ১৭৯টি রাস্তার কাজ সম্পূর্ণ
- পথশ্রী-২ প্রকল্পে জেলায় ৪০টি রাস্তার কাজ হচ্ছে
জেলার মধ্যে আবার বেশি রাস্তা তৈরি হচ্ছে রাজগঞ্জে।রাজগঞ্জ ব্লকে এবার ২৬টি রাস্তা নির্মাণের ভাবনা। যার মধ্যে আছে পিচ ও কংক্রিটের রাস্তা রয়েছে। শিল্পদ্যোগীরা মূলত এই ব্লকেই শিল্প কারখানা গড়ার চেষ্টায় থাকেন। যার জন্য শিলিগুড়ি লাগোয়া এই ব্লকের লোকসংখ্যাও দিন দিন বাড়ছে। আর এসবের সঙ্গে তাল মিলিয়ে রাজগঞ্জ গ্রামীণ রাস্তার সংস্কার শুরু হল। এতদিন অ্যাম্বুলেন্স চলাচল থেকে রোগীদের গাড়িতে পরিবহণে বড় অসুবিধা হত।ঝক্কি সামলাতে হত রোগীর পরিজনদের।তাতে সন্তান সম্ভবা মহিলা থেকে মূমূর্ষ রোগীদের নিয়ে অনেকসময় ঝুঁকিও থাকত।তাই মসৃণ জনপথ নির্মাণ করে প্রশাসন দ্বিমুখী উদ্দেশ্য সাধন করছে।একদিকে, মানুষের চলাচলের সুরাহা হচ্ছে অন্যদিকে,জবকার্ড হোল্ডার খেকে শ্রমিক সবাই কাজ পেয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।