
The Truth of Bengal: পঞ্জাব ও হরিয়ানায় চলছে লাগাতার কৃষকদের আন্দোলন বিক্ষোভ। সেই বিক্ষোভের মাঝেই তিন দিনে প্রাণহানি হল দুই কৃষকের। তাদের মধ্যে একজনের বয়স ৭০ এবং অপরজন ৭৮ বছরের বৃদ্ধ। মনজিত সিং ও জ্ঞান সিং। প্রথমে ১৬ ফেব্রুয়ারী মৃত্যু হয়েছিল জ্ঞান সিং-এর। পরে রবিবার সন্ধেতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মনজিত সিং-এর। মনজিত সিং ছিলেন পাতিয়ালা জেলার কনথালা গ্রামের বাসিন্দা। রবিবারই কনৌরি সীমানার কাছে বিকেইউ ইউনিটের হয়ে তিনি সামিল হয়েছিলেন বিক্ষোভে। সূত্রের খবর, সেই বিক্ষোভের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
সেই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থনীয় এক স্বাস্থ্যকেন্দ্রে। সেই স্বাস্থ্যকেন্দ্রের চিক্তসকরাই তাঁর ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটছে দেখে তাঁকে রতজিন্দ্র হাসপাতালে স্থানান্তরিত করার পরীমর্শ দেন। মনজিত সিংকে ওই হাসপাতালে স্থানান্তর করার পরই সেখানকার চিকিতসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুদাসপুর জেলার বাসিন্দা জ্ঞান সিং-এর মৃত্যুও হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েই। কেন্দ্রের বিরুদ্ধে এই কৃষক বিদ্রোহে প্রথম প্রাণ হারান তিনিই।
প্রসঙ্গত, আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও। রবিবার মাঝরাত পর্যন্ত আলোচনা চলে দুইপক্ষের। বৈঠকেই দীর্ঘ আন্দোলনের জট কাটার খানিকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কৃষকদের থেকে নূন্যতম সহায়ক মূল্যে কেন্দ্র আগামী পাঁচবাছরের জন্য শস্য কিনবে এই এমনটাই বৈঠকে মন্ত্রীদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই প্রস্তাব আদৌ কৃষক নেতারা মানবেন কিনা তার জন্য আরও দুদিন কেন্দ্রের তরফ থেকে সময় দেওয়া হয়েছে তাদের।