৫০ বছরের দাবি পূর্ণ হতে চলেছে, সোমেই চড়িয়াল সেতুর উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
MP Abhishek Banerjee will inaugurate Somei Charial Bridge

The Truth Of Bengal : বহুদিনের স্বপ্ন এবার সত্যি করলেন ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেতু উদ্বোধন করবেন তিনি। বজবজ বিধানসভা এলাকার চড়িয়াল সেতু দ্বিতীয় লেনের উদ্বোধন করতে চলেছেন তিনি। বিকেল ৩ টে নাগাদ এই সেতু উদ্বোধনে কথা রয়েছে। দীর্ঘদিন ধরে বজবজের মানুষ দাবি জানিয়েছিলেন যে চড়িয়ালের নতুন সেতু নির্মাণ করা হোক। প্রথম লেনের সেতুর উদ্বোধন আগেই হয়েছে।
এবার দ্বিতীয় লেনের সেতুর উদ্বোধন করা হবে। দীর্ঘ ৫০ বছরের দাবি আজ পূর্ণ করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। দীর্ঘ ৩৪ বছরের বাম আমলে দাবি জানিয়ে কোনও লাভ হয়নি। এই সেতু নির্মাণ করে দেবেন এমনটা জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতই সেতুর কাজ শুরু হয়। এবার সোমবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেতু উদ্বোধন করবেন। ফলত উদ্বোধন হলে চড়িয়াল থেকে আছিপুর, অন্যদিকে ফলত থেকে আমতলা যাতায়াতের জন্য মানুষ বেশ কিছু সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। এর সঠিক বজবজ রেল স্টেশনে খুব কম সময়ের মধ্যে পৌঁছানো যাবে ফালতু তৃণমূলের সংসদের এই পদক্ষেপে খুশি এলাকাবাসী।
প্রসঙ্গত ইতিমধ্যেই ৫৭৮০ কোটি টাকার উন্নয়নের কাজ শুরু করেছে তৃণমূল সরকার। এলাকায় আরো দশ হাজার কোটি টাকার কাজ আগামী ১০ বছরে করবেন বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় সরকার যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন সে রাস্তা দীর্ঘস্থায়ী হয়নি। এমনকি তার মেরামতও হয়নি। এই সমস্যার সমাধানে বিধানসভার বাজেট অধিবেশনে রাস্তাশ্রী প্রকল্প অনুমোদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের অধীনেই এবার চড়িয়ালে সেতুর দ্বিতীয় লেন তৈরি হল।
FREE ACCESS