মৎস্য চাষ সম্প্রসারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, নন্দীগ্রামে নতুন চমক
Use of digital technology to expand fisheries, a new surprise in Nandigram

The Truth Of Bengal: মৎস্য চাষ বাড়াতে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। প্রযুক্তির সাহায্যেই নন্দীগ্রামের মৎস্যজীবীদের জীবন-জীবিকার পরিবর্তন আসছে। এমনকি অনলাইনে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের। অনলাইন পদ্ধতির মাধ্যমে পূর্ব মেদিনীপুরের সম্ভাবনাময় মৎস্য ব্যবসা এক নতুন দিক খুঁজে পাচ্ছে বলা যায়।
পূর্ব মেদিনীপুর জেলায় মাছ চাষের সম্প্রসারণে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল। মাছ চাষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার অবস্থানগতভাবে মাছ চাষের জন্য উপযুক্ত। বহু মানুষ এই পেশায় যুক্ত। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২৫ টি ব্লকেই মাছ চাষ হয়। অবস্থানগত কারণে নন্দীগ্রাম মাছ চাষের একটি উর্বর ক্ষেত্র। একদিকে নোনা জল অন্যদিকে মিষ্টি জল দুইয়ের কারণে নন্দীগ্রামে বিভিন্ন ধরনের মাছের চাষ হয়। মাছ চাষ সম্প্রসারণে সদা সচেষ্ট আধিকারিকেরা। এবার সেই মাছ চাষ সম্প্রসারণের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা শুরু হয়েছে।
বর্তমান সময় ডিজিটাল প্লাটফর্মে ভর করে এগিয়ে চলছে। সবকিছুতেই এখন ডিজিটালের ছোঁয়া। তাহলে তা আর মাছ চাষ বা মাছ চাষ সম্প্রসারণের ক্ষেত্রে বাকি থাকে কেন? মাছ চাষের সম্প্রসারণে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার। প্রতিনিয়ত মৎস্যজীবিদের পাশে থাকতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যবিভাগ। মৎস্য চাষি, মৎস্য বিক্রেতা, মৎস্যজীবী সহ মৎস্য উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল প্লাটফর্মে গ্রুপ বানিয়েছে। এবং একি সঙ্গে অনলাইনে হাতের মুঠো ফোনে সরাসরি ভার্টুয়াল আলোচনা সভা প্রশিক্ষন শিবির করা হচ্ছে এতে প্রযুক্তি সম্প্রসারনের সঙ্গে সঙ্গে মৎস্য পেশাগত দিক খুঁজে পাচ্ছে তরুন ও যুবক সম্প্রদায়।
কেন এই ডিজিটাল গ্রুপ আর কি এর প্রয়োজনীয়তা প্রশ্নের উত্তরে এই বিষয়ে নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ বিভাগ থেকে জানা যায় “ব্লকের সমস্ত মৎস্যজীবি, মৎস্যচাষি, নব মৎস্য-উদ্যোক্তাকে এই গ্রুপে যুক্ত করে মৎস্য দফতরের সরকারি বিভিন্ন নির্দেশিকা ও মৎস্য-চিংড়ি-কাঁকড়া চাষ, আহরন, বিপনণ, প্রক্রিয়াকরণ, প্রকল্প সহ আধুনিক তথ্য দেওয়া এবং এই যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ দ্রুত ও কার্যকর ভাবে সকলের কাছে পৌঁছানো ও সর্বোপরি প্রশিক্ষণ ও আলোচনাসভা বিষয়ক তথ্য আদান-প্রদানের জন্য এই ডিজিটাল প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে।”
সাউদখালি, আমগেছিয়া ও কাঞ্চননগর গ্রামের বিভিন্ন মাছ চাষীদের কথায়, এই ভাবে অনলাইনে খুব সহজে বাড়িতে, মাছের খামারে বসেই মাছ চাষ বিষয়ে আলোচনা করার সুবিধার পাশাপাশি অন্যন্য মাছ চাষিদের সঙ্গে পরিচিতি বাড়ছে। বিভিন্ন পেশায় ডিজিটাল প্লাটফর্মের তথ্য আদান প্রদান গুরুত্ব পাচ্ছে। সেখানে পিছিয়ে নেই অত্যন্ত গ্রামের মাছ চাষিরা। আগামী দিনে মাছ চাষের সম্প্রসারণে ডিজিটাল প্লাটফর্ম আরও বেশি অবদান রাখবে বলে অভিমত নন্দীগ্রাম ১ ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিকের।
FREE ACCESS